ভোলা-৩ আসনে জামায়াতের প্রার্থী নিজামুল হক নাঈম ভোলা-৩ আসনে জামায়াতের প্রার্থী নিজামুল হক নাঈম - ajkerparibartan.com
ভোলা-৩ আসনে জামায়াতের প্রার্থী নিজামুল হক নাঈম

3:04 pm , May 28, 2025

লালমোহন প্রতিবেদক ॥ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি (বিডিপি) এর কেন্দ্রীয় মহাসচিব নিজামুল হক নাঈম। আসন্ন জাতীয় নির্বাচনে নিজামুল হক কে বুধবার আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা করে পরিচয় করিয়ে দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী। লালমোহন রমাগঞ্জ ইউনিয়নের সন্তান নিজামুল হক উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক এর ছোট ভাই। বুধবার বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে জামায়াতের প্রার্থী ঘোষণা ও সদ্য মুক্তিপাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এর মুক্তি উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা একেএম ফখরুদ্দিন খান রাজী বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে মানুষের কল্যাণে রাজনীতি করে। তথাকথিত ক্ষমতার জন্য জামায়াতে ইসলামী রাজনীতি করে না। নতুন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ দেখতে চায় নতুন প্রজন্মের মানুষ, তারা বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চায়। সেই বাংলাদেশ গড়ার জন্য মাষ্টারমাইন্ড হচ্ছে ইসলামী ছাত্রশিবির। ৫ অগস্ট সকল শাহাদাৎবরণকারীদের স্যালুট জানিয়ে তিনি আরো বলেন, ৫ আগস্ট আমাদের গণতন্ত্রের বিপ্লব হয়েছে, কিন্তু ইসলামের বিপ্লবসাধিত হয়নি। আমরা গণতন্ত্রের বিপ্লবের মাধ্যমে ইসলামি বিপ্লব সাধন করতে চাই। ইসলামি বিপ্লবই পরকালের মুক্তির পথ।
জামায়াতের ভোলা জেলার সহ-সেক্রেটারী আখতার উল্যাহর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির ছিলেন জেলা আমির মুহাম্মদ জাকির হোসাইন, জেলার নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারী হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারী আব্বাস উদ্দিন, লালমোহন উপজেলা আমির আব্দুল হক প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT