2:59 pm , May 28, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম আজাদকে সভাপতি করে বাবুগঞ্জ দাখিল মাদ্রাসার অন্তর্বর্তীকালীন (অ্যাডহক) কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ।
বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর আব্দুস সাত্তার মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা এনায়েতুর রহমানকে সদস্য সচিব করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ৪ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন (অ্যাডহক) কমিটির শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো: আলাউদ্দিন । এছাড়াও কমিটিতে সাংবাদিক ও সমাজ সেবক মোহাম্মদ আবুল বাশারকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
আগামী ৬ মাস এই অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে।