2:50 pm , May 28, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন মৎসজীবি দলের সহ -সভাপতি শহীদ আকনকে কুপিয়ে জখম করেছে উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিল্টন চৌধুরী। গত মঙ্গলবার রাতে উলানিয়া বাজার সংলগ্ন গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বরিশাল শের ই বাংলা হাসপাতালে চিকিৎসাধীন
শহীদ আকন জানান, রাতে তিনি বাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় মিল্টন চৌধুরী এসে তার উপর হামলা চালায়। এক পর্যায় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে পাঠানো হয়।