কেডিসিতে তিন কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক কেডিসিতে তিন কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক - ajkerparibartan.com
কেডিসিতে তিন কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

4:29 pm , May 27, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর কেডিসি বালুর মাঠ এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ খাদিজা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান টের পেয়ে মূলহোতা সাগর হোসেন পালিয়ে যায়।  গতকাল মঙ্গলবার দুপুরে কেডিসি বালুর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত মাদক কারবারির স্বামী সাগর হোসেন এ্যাপেল পালিয়ে যায়।
বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ্ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দীর্ঘদিন ধরে কেডিসি বালুর মাঠ এলাকায় একাধিক মাদক মামলার আসামী সাগর হোসেন ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে বালুর মাঠ এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাগর হোসেন এর ঘরের পাশে প্লাস্টিকের ড্রামের ভিতর কাগজে মোড়ানো প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার  করা হয়।
উপ-পরিদর্শক জসিম উদ্দিন বলেন, কেডিসি এলাকার বাসিন্দা সাগর হোসেন এ্যাপেলের স্ত্রী খাদিজা বেগমকে আটক করা হয়েছে। তবে তার স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT