4:26 pm , May 27, 2025

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) সভাপতি রোটারিয়ান মস্য়ুদ মান্নান গতকাল আজকের পরিবর্তন কার্যালয়ে বরিশালের রোটারিয়ানদের সাথে মতবিনিময় করেন। এসময় সিনিয়র রোটারিয়ান হান্নান মল্লিক, মাহাতাব উদ্দিন আল মাহমুদ, রোটারি ক্লাব অব বরিশালের প্রেসিডেন্ট কাজী মিরাজ, রোটারিয়ান এম.এ ভুলু, আবুল বাশার, জুয়েল শাহ কবির শাহিন, এফপিএবি ফরিদপুর শাখার সভাপতি মো: আইয়ুব খান উপস্থিত ছিলেন। রোটারিয়ান মস্য়ুদ মান্নান রোটারির বিভিন্ন বিষয়ে বরিশালের রোটারিয়ানদের সাথে ব্যাপক আলোচনা করেন। -পরিবর্তন।