4:04 pm , May 27, 2025

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে কাজিরচর ইউনিয়নের প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথমসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে বরিশাল নগরীর কাশিপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক অলিদ বিন ওয়াহিদ। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য ইমামুল আহসান সমীর ব্যাপারী, উপজেলা বিএনপি সদস্য ও কাজিরচর ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল মালেক হাওলাদার, ডা. রফিকুল ইসলাম, কাজিরচর ইউপির সদস্য কাঞ্চন আলী প্যাদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ ইব্রাহীম প্যাদা, বিদ্যালয়ের দাতা সদস্য মাস্টার আবুল হোসেন, অভিভাবক সদস্য মুন্নী বেগম, শিক্ষক প্রতিনিধি মনিরুজ্জামান প্রমুখ।
সভায় বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি অলিদ বিন ওয়াহিদ বলেন, বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ছেলের মত এবং প্রতিষ্ঠানের প্রাণ। তাদের সুন্দরভাবে গড়ে তুলে দেশ ও জনগনের সেবায় আত্মনিয়োগের মানসিকতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে।