ব্যর্থতাকে জয় করেই সফল হতে হবে : খোন্দকার আনোয়ার ব্যর্থতাকে জয় করেই সফল হতে হবে : খোন্দকার আনোয়ার - ajkerparibartan.com
ব্যর্থতাকে জয় করেই সফল হতে হবে : খোন্দকার আনোয়ার

4:04 pm , May 27, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ স্থানীয় সরকার বিভাগের বরিশালের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন বলেছেন, ব্যর্থ হলেই হাল ছেড়ে দেয়া যাবে না। কারণ ব্যর্থতাই সফলতার প্রথম ধাপ। ব্যর্থতাকে জয় করেই জীবনে সফল হতে হবে।
গতকাল মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার টাউনহলে জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, ব্যর্থ হয়ে থেমে গেলে জীবনে সফল হওয়া যাবে না। বারবার চেষ্টার ফলে ব্যর্থতা একদিন সফলতা হয়ে ধরা দেবে। সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা লালন করতে হবে। আমাদের দুর্বলতা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই আমরা চেষ্টা করি না। আধুনিক যুগ বিজ্ঞানের যুগ, নতুন নতুন উদ্ভাবনের যুগ। বিজ্ঞান আমাদের জীবন আধুনিক ও আরামদায়ক করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকে যেটা দু:সাধ্য মনে হচ্ছে ভবিষ্যতে বিজ্ঞান সেটা মানুষের হাতের মুঠোয় নিয়ে আসবে। দেশকে এগিয়ে নিতে ও মানুষের জীবনের চাওয়া-পাওয়াগুলোকে সম্ভব করতে বিজ্ঞান অত্যন্ত জরুরি। অভিভাবকদের উচিত ছেলে-মেয়েদের সকল ইতিবাচক চেষ্টাকে উৎসাহিত করা। বিজ্ঞান চর্চায় আগ্রহী করে তোলা।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার রুনা লায়লা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার বেলাল হোসাইন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT