অভিভাবক প্রতিনিধি পদে ৬ জনের মনোনয়ন পত্র দাখিল অভিভাবক প্রতিনিধি পদে ৬ জনের মনোনয়ন পত্র দাখিল - ajkerparibartan.com
অভিভাবক প্রতিনিধি পদে ৬ জনের মনোনয়ন পত্র দাখিল

4:14 pm , May 26, 2025

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে গভর্নিং বডি এর নির্বাচন

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ ডিগ্রি কলেজ গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ও বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুল ইসলাম। রোববার বিকেল ৪টায় কলেজের অধ্যক্ষ ও রিটার্নিং অফিসার আ.ন.ম আব্দুল হালিম এর কার্যালয়ে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক শাহে আলম এর কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় আজিজুল ইসলাম এর সাথে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজন সিকদার, বিএনপি নেতা বাবুল সরদার, সিদ্দিক বেপারি, আব্দুল জলিল, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম রেজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আকিব হোসেন ইমরান, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদৌস খান, কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মিরাজ শরীফ।
আগামী ১৪ জুন অনুষ্ঠিত বাবুগঞ্জ ডিগ্রী কলেজ গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি  নির্বাচনে আজিজুল ইসলাম ছাড়াও সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হারুন অর রশিদ হাওলাদার, সমাজসেবক এনায়েত হোসেন সিকদার, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক শাহজাহান হোসেন, ব্যবসায়ী কবির হোসেন, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অফিস সহকারী বাবুল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT