4:14 pm , May 26, 2025
পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের বহিষ্কারের প্রতিবাদে ও তার পদে তাকে পুনরায় বহালের দাবিতে মানববন্ধন করেছে কর্মী-সমর্থকরা।সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১২ টায় নগরীর সদর ওই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।মানববন্ধনে বক্তারা দ্রুত সবুজ আকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজে বিক্ষোভ মিছিল করে তারা।উল্লেখ্য সম্প্রতি একটি ধর্ষণ মামলায় আসামি হওয়ার পর গত রোববার (২৫ মে) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সবুজ আকনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।এদিকে এর আগে গত সোমবার বহিষ্কৃত মো. সবুজ আকনের বিরুদ্ধে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্ত্রীর বড় বোনের এসএসসি পরীক্ষার্থী কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়।ট্রাইব্যুনালের বিচারক মুহা. রাকিবুল ইসলাম মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়াড় জন্য মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।অপরদিকে মামলা দায়েরের দুইদিন পরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সবুজ আকন। সেখানে তিনি পাওনা টাকা ও জমি নিয়ে বিবাদের সূত্র ধরে ধর্ষণ মামলাটি দায়ের করা হয়েছে বলে দাবি করেন।
