4:13 pm , May 26, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম খান। প্রতিযোগিতায় পিরোজপুর জেলার চারটি ক্রিকেট ক্লাব অংশ নেয়। পিরোজপুর ক্রিকেটার্স ক্লাব ২৯ রানে ক্রিকেট একাডেমি পিরোজপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ৭২ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয় ক্রিকেট একাডেমি ও পিরোজপুরের নাজমুস সাকিব, ছয়টি উইকেট শিকার করে একই দলের সিয়াম হাওলাদার এবং ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন পিরোজপুর ক্রিকেটার্স ক্লাবের মাহাদি। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম খান বলেন, তরুণদের জাগ্রত করতে হলে এবং সুস্থ জাতি গঠনের ক্ষেত্রে খেলাধুলার বিকল্প নেই। আর ক্রিকেট খেলা বাংলাদেশকে বিশ্ব দরবারে বেশি পরিচিত করেছে। সুতরাং পিরোজপুর জেলার ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য এ প্রতিযোগিতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় চারটি দলের মোট ৬০ জন ক্ষুদে খেলোয়াড় অংশ নেয়।