মুলাদীতে একই পরিবারের ৭ নারীকে পিটিয়ে আহত ॥ আটক ১ মুলাদীতে একই পরিবারের ৭ নারীকে পিটিয়ে আহত ॥ আটক ১ - ajkerparibartan.com
মুলাদীতে একই পরিবারের ৭ নারীকে পিটিয়ে আহত ॥ আটক ১

4:12 pm , May 26, 2025

নিজস্ব প্রতিবেদক ॥  মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে একই পরিবারের ৭ নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
গত রোববার সকাল দশটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই এলাকার দিনমজুর মোকলেছ ফকিরের স্ত্রী হাওয়ানুর বেগম, মেয়ে শাহিনুর বেগম, শারমিন আক্তার, পুত্রবধূ শাহিনুর আক্তার, ভাতিজার স্ত্রী মমতাজ বেগম এবং মমতাজের মেয়ে ময়ূরী ও সুমা আক্তার।
এদের মধ্যে গুরুতর অবস্থায় শাহিনুর বেগমকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং অন্যান্যরা মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহত শারমিন জানান, দীর্ঘদিন ধরে বসতঘর নিয়ে আমার বাবা মোখলেছ ফকিরের সাথে প্রতিবেশী খালেক ফকিরের স্ত্রী আনোয়ারা বেগমদের বিরোধ চলে আসছে।
আমাদের  বসতঘর ভেঙ্গে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষ আনোয়ারা বেগম বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ভূমি অফিস বিষয়টি তদন্ত করে আমাদের পক্ষে রায় দেয়। আমরা পুনরায় বিল্ডিং এর কাজ শুরু করি। রোববার সকালে আদালতের নির্দেশ উপেক্ষা করে হঠাৎ প্রতিপক্ষ আনোয়ারের নেতৃত্বে রাকিব ফকির, নজরুল ফকির, হানিফ ফকির, গিয়াসউদ্দিন ফকির, শহীদ ফকির সহ একদল সহযোগী আমাদের ঘর নির্মাণ কাজে বাধা প্রদান করে। প্রতিবাদ করলে তারা আমাকে সহ আমার মা হাওয়ানুর বেগম, বোন শাহিনুর বেগম, ভাবি শাহিনুর আক্তার,ভাইয়ের স্ত্রী মমতাজ বেগম, ভাতিজি ময়ূরী ও সুমা আক্তারকে এলোপাথাড়িভাবে পিটিয়ে আহত করে।
মুলাদী থানার উপ পুলিশ পরিদর্শক শেখ ফরিদ বলেন, হামলার ঘটনায় রাকিব নামে একজনকে আটক করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT