4:09 pm , May 26, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগ নেতা ও বরিশাল সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রোববার দিবাগত রাতে নগরীর ফকির বাড়ি রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় বরিশাল সদর রোডে বিএনপি দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক। ওই মামলার আসামী ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্তারুজ্জামান হিরু। দুপুরে কাউন্সিলর হিরুকে বরিশাল আদালতে আনা হলে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান চৌধুরী আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
