4:10 pm , May 25, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ বাবুগঞ্জ, বানারীপাড়া ও বরিশাল সদরে দ্বিতীয় দিনের মত জেলা তথ্য অফিসের ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জের দেহেরগতি ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়, বানারীপাড়ার বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যলয়ের হলরুম ও সার্বজনীন মাছরং শ্রী শ্রী হরিসভা প্রাঙ্গন এবং বরিশাল সদরের নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ সঙ্গীত পরিবেশন করা হয়। সঙ্গীতানুষ্ঠানে বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে, মাদক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, সামাজিক মূল্যবোধ, সুশাসন, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণসহ সমসাময়িক বিষয়ের উপর বিষয়ভিত্তিক গান গাওয়া হয়।
বাবুগঞ্জের দেহেরগতি ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সঙ্গীতানুষ্ঠান শেষে জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে যুব ও তরুণ সমাজকে রক্ষার আহ্বান জানান। তথ্য অফিসের নিয়মিত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।