4:07 pm , May 25, 2025

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় সাবেক প্রতিমন্ত্রী ও পিরোজপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধে নবম সেক্টরের বেসামরিক প্রধান আলহাজ্ব নূরুল ইসলাম মঞ্জু ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার আসরবাদ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি ও আঙ্গসংগঠনের উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাই হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মনির হোসেন আকনের সঞ্চালনায় আলোচানা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, রুহুল আমিন মুন্সি, মোঃ আবুয়াল জমাদ্দার, অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ, আবুল কালাম মলাদ জমাদ্দার, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ওয়াশিম মান্নান উৎপল হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ঈমান আলী, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহিরাজ প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহফুজুর রহমান ।