4:05 pm , May 25, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বাকেরগঞ্জে ১৬ বছরের এক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করায় পাঁচজন নামধারি ও অজ্ঞাত তিনজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাকেরগঞ্জ থানার ওসিকে এজহার গ্রহণের নির্দেশ দেন। রোববার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন বাকেরগঞ্জের কলসকাঠি গ্রামের মনির মোল্লা। যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন : একই গ্রামের পারভেজ, মিতুল,রাকিব হাওলাদার,পারভিন,সুলতান হাওলাদার। বাদি মামলায় উল্লেখ করেন-২০২৫ সালের ২৩ মে আসামিরা বাদির কন্যাকে জোরপূর্বক মোটরসাইকেল উঠিয়ে নিয়ে অপহরণ করে নিয়ে যায়।