3:57 pm , May 25, 2025

পরিবর্তন ডেস্ক ॥ জমিজমা নিয়ে শত্রুতার জের ধরে পটুয়াখালীর বাউফলে মনিরুল ইসলাম শাহীনকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আবেদন করেছে নিহতের পরিবার ও স্বজনরা। আগামীকাল ২৭ মে আদালত এই মামলার রায় ঘোষণা করা হবে। নিহত মনিরুলের স্ত্রী ময়না বেগম এবং মামলার বাদী নিহত মনিরুলের বাবা জানান এই হত্যা মামলায় মোট ৩২ জনকে আসামী করা হয়েছে। ময়না বেগম বলেন, গত বছর ৯ ফেব্রুয়ারী শুক্রবার জমিজমার বিরোধের জের ধরে সাংবাদিক ও গ্রাম্য ডাক্তার মনিরুল ইসলাম শাহিন ও তার বাবা এবং ভাইকে নির্মমভাবে কুপিয়ে পিটিয়ে জখম করেছিল সুমন বেপারী, জামাল বেপারী ও কামাল বেপারী সহ মোট ১৫/২০ জন। এব্যাপারে মনিরুল ইসলাম শাহীন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছিল । এতে ক্ষীপ্ত হয়ে সুমন বেপারী, জামাল বেপারী ও কামাল বেপারী সহ মোট ৩২ জন আসামীরা শাহীনকে পিটিয়ে হত্যা করেছে বলে জানান ময়না বেগম।
এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেন। নিহত শাহীনের স্ত্রী ময়না বেগম আরো জানান, ৫ আগষ্ট’ ২৪ তারিখ সোমবার বিকেল সাড়ে পাচঁটার দিকে হঠাৎ করে জমিজমা নিয়ে শাহীনের মামলার বিবাদী পক্ষ চন্দ্রপাড়ার কামাল, জামাল, সুমন, ইমরান, রাসেল, সোহাগ, মাসুম, মোমিন চৌকিদার, দুলাল খানসহ আরো দশ বারোজন লোক এক যোগে শাহীনের দোকানে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আমার স্বামী মনিরুল ইসলাম শাহীনকে হত্যা করে এবং আমার শ্বশুর মোসলেম মৃধাকে কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে খুনের উদ্দ্যেশ্যে আঘাত করে। আমরা মুমুর্ষ অবস্থায় আমার শশুর মোসলেম মৃধাকে উদ্ধার করেছি। আমার স্বামী শাহীনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন।
তিনি জানান, ঐ দিন ৫ আগস্ট ২০২৪ বিকেল সাড়ে পাচঁটার দিকে উপজেলার মদনপুরা এলাকায় মৃধা মেডিকেল স্টোরে এ ঘটনা ঘটে।