পড়াশুনার অতিরিক্ত চাপ সইতে না পেরে শেবামেক শিক্ষার্থীর আত্মহত্যা পড়াশুনার অতিরিক্ত চাপ সইতে না পেরে শেবামেক শিক্ষার্থীর আত্মহত্যা - ajkerparibartan.com
পড়াশুনার অতিরিক্ত চাপ সইতে না পেরে শেবামেক শিক্ষার্থীর আত্মহত্যা

3:55 pm , May 25, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী সজিব বাড়ৈ আত্মহত্যা করেছেন।  তিনি তার এ সিদ্ধান্তের পিছনে ‘অতিরিক্ত একাডেমিক চাপ’কে কারণ হিসেবে উল্লেখ করেছেন। এসবিএমসি শিক্ষার্থী সজিব  নিজের দেহে মারাত্মক ওষুধের মিশ্রণ ইনজেকশন পুশের মাধ্যমে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি একটি নোট রেখে গেছেন, যেখানে তিনি লিখেছেন যে-তিনি নিজের সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন।
গত বৃহস্পতিবার রাতে তার সহপাঠীরা তাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সজিব এসবিএমসির মাইক্রোবায়োলজি বিভাগের ৫০তম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
তার সহপাঠীদের মতে, তিনি একই ক্লাসে আটকে গিয়েছিলেন। যেখানে তার সহপাঠীরা ইতিমধ্যে এমবিবিএস পরীক্ষা পাস করে ইন্টার্নশিপ করছিলেন। এই পরিস্থিতি তাকে গভীর হতাশায় ফেলে দেয়। আত্মহত্যার চেষ্টা করার আগে সজিব একটি নোটে লিখেছিলেন, ‘আমি নিজের সাথে নিরন্তর লড়াই করতে করতে ক্লান্ত। আমি শুধু কিছুটা বিশ্রাম চাই। আমাকে ক্ষমা করো। তোমাদের যে ভালোবাসা দিয়েছো, তা আমি ফেরত দিতে পারলাম না।’
সজিবের রুমমেট সুমন হালদার বলেন, ‘সজিব প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন, কারণ তিনি তার পড়াশোনার চাপ সামলাতে পারতেন না। তিনি তৃতীয় বর্ষে আটকে গিয়েছিলেন। যেখানে তার সব সহপাঠীরা ইতিমধ্যে ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তার ক্লাস ও পরীক্ষা নিয়ে গভীর ভয় ছিল। ফলে, গত বৃহস্পতিবার রাতে হতাশাগ্রস্ত অবস্থায় তিনি ক্লোনাজেপাম ও ফ্লুঅক্সেটিনের মিশ্রণ নিজের শিরায় ইনজেক্ট করে আত্মহত্যার চেষ্টা করেন।’
সুমন আরও বলেন, তার সহপাঠীরা ঘটনা বুঝতে পেরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
সজিবের সহপাঠী মোশাররফ ফেরদৌস জানান, এই বিষয়ে সজিবের পরিবারের বা তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT