3:43 pm , May 24, 2025

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনের শিক্ষা ব্যবস্থার সংষ্কারে লিখিত পরামর্শ চেয়েছে ছাত্রদের সংগঠন লালমোহন স্টুডেন্টস ইউনিয়ন। লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্যতাসম্পন্ন শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থা অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য নাগরিকদের ভাবনা কী কী তা সুনির্দিষ্ট করে ৭টি গঠনমূলক বাস্তব প্রস্তাবনা চেয়েছে এই সংগঠনটি। সবাই মিলে একটি আলোকিত লালমোহন গড়ে তুলতে সবার আগে শিক্ষা ব্যবস্থার উন্নতি প্রয়োজন। এ কারণে লালমোহন স্টুডেন্টস ইউনিয়ন তাদের পেইজে প্রস্তাবনা আহবান করেছে। পাশাপাশি যার প্রস্তাবনা বাস্তব ও সুন্দর হবে তার জন্য তিনহাজার টাকার প্রাইজবন্ড পুরষ্কার হিসেবে ঘোষণা করা হয়েছে।
এতে উল্লেখ করা হয় ‘শিক্ষা শুধু ভবিষ্যৎ নয়, এটি একটি দায়িত্ব। লালমোহন স্টুডেন্টস ইউনিয়ন বিশ্বাস করে, সকল শিক্ষার্থী ও সচেতন নাগরিকের ভাবনায় আছে পরিবর্তনের চাবিকাঠি। তাই আমরা আহ্বান জানাচ্ছি, লালমোহনের শিক্ষা সংষ্কার বিষয়ে ৭টি বাস্তব ও গঠনমূলক নির্দিষ্ট প্রস্তাবনা জমা দিন। এখানে অভিভাবক ছাত্র এবং যে কোন পেশার মানুষ প্রস্তাবনা দিতে পারবেন। প্রাপ্ত প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে সামাজিক এবং প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতিতে প্রোগ্রামের মাধ্যমে তাদের কাছে উপস্থাপন কররা হবে। প্রস্তাবনাগুলো ৪ জুনের মধ্যে মেইলে পিডিএফ করে অথবা পেইজে মেসেজ দিয়ে পাঠানো যাবে। এছাড়া অফলাইনেও লালমোহন ইসলামিয়া লাইব্রেরিতে জমা দিতে পারবে। যার প্রস্তাবগুলো যত সুন্দর এবং বাস্তবসম্মত হবে সেই প্রস্তাবকারীকে তিনহাজার টাকার প্রাইজ বন্ড দেওয়া হবে।