3:32 pm , May 24, 2025

নিজস্ব প্রতিবেদক। ১৪ বছরের কিশোরী কে অপহরণ করায় চারজনকে নামধারী ও অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে গৌরনদী থানার ওসিকে সকল আসামীর বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ দেন। শনিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওই নির্দেশ দেন। গৌরনদীর পিংলাকাঠি গ্রামের শাহানুর বেগম বাদি হয়ে নবীন ঘরামী,মিলন ঘরামী,লিপি বেগম, শাহিদা ঘরামী কে নামধারী আসামী করে মামলাটি দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকার অজিবর রহমান।