4:32 pm , May 23, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে ৪৫টি ওয়ার্ডের নেতা নির্বাচিত করেছেন শিয়ালকাঠী, আমড়াজুড়ি, চিরাপাড়া পারসাতুরিয়া, সয়না রগুনাথপুর ও কাউখালী সদর ইউনিয়নে ওয়ার্ড বিএনপি নতাকর্মীরা। গত ১৮মে থেকে ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়। সবশেষ গত ২২মে কাউখালী সদর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলন কাউখালী দক্ষিণ বাজার ইকোপার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সকল সম্মেলনে অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। সম্মেলনের উদ্বোধক ছিলেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ এবং পিরোজপুর জেলা বিএনপির মনোনীত প্রতিটি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনারবৃন্দ।
বৃহস্পতিবার ২২ মে কাউখালী সদর ইউনিয়নের সম্মেলন এর উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবির।
ইউনিয়ন বিএনপির সভাপতি আজম আলী খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
প্রধান বক্তা ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মঠবাড়িয়া পৌর বিএনপি’র আহ্বায়ক একেএম হুমায়ুন কবির, ভান্ডারিয়া পৌর বিএনপির সদস্য সচিব মাসুদ রানা পলাশ। সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিয়া,
জিয়াউল হাসান নিক্সন, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, বিএনপির সিনিয়র সদস্য শফিউল আজম ভিপি দুলাল, শাহ ইমরান ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, ওয়ার্ড বিএনপি’র নেতা জাকির হোসেন জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম শহিদুল আলম বাদল।