কলাপাড়ায় শ্রমিকদলনেতার ৭ দিনের কারাদন্ড কলাপাড়ায় শ্রমিকদলনেতার ৭ দিনের কারাদন্ড - ajkerparibartan.com
কলাপাড়ায় শ্রমিকদলনেতার ৭ দিনের কারাদন্ড

4:30 pm , May 23, 2025

খাস জমিতে স্থাপনা

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল দেওয়ানকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- ও পাঁচ হাজার অর্থদ-  অনাদায়ে আরো ২ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে কলাপাড়া  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দ-াদেশ দেওয়া হয়। তবে জরিমানার অর্থ জমা দেওয়ায় দুইদিনের দন্ড মওকুফ করা হয়েছে।
উল্লেখ্য পৌরসভার নতুন বাজার এলাকায় সরকারি খাস জায়গা দখল করে স্থাপনা তোলার দায়ে সোহেল দেওয়ান কে এ দন্ড দেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT