4:30 pm , May 23, 2025
খাস জমিতে স্থাপনা
কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল দেওয়ানকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- ও পাঁচ হাজার অর্থদ- অনাদায়ে আরো ২ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দ-াদেশ দেওয়া হয়। তবে জরিমানার অর্থ জমা দেওয়ায় দুইদিনের দন্ড মওকুফ করা হয়েছে।
উল্লেখ্য পৌরসভার নতুন বাজার এলাকায় সরকারি খাস জায়গা দখল করে স্থাপনা তোলার দায়ে সোহেল দেওয়ান কে এ দন্ড দেওয়া হয়েছে।
