স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে গালাগাল ও হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে গালাগাল ও হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে - ajkerparibartan.com
স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে গালাগাল ও হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

4:45 pm , May 22, 2025

কায়কোবাদ তুফান, নলছিটি প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধানশিক্ষককে(ভারপ্রাপ্ত )স্কুল চলাকালীন সময় গালাগাল ও হুমকি- ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ হোসেন খান এর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।
বুধবার বিকেলে উপজেলার পশ্চিম সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক খাদিজা বেগম বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। তিনি বলেন, সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ হোসেন খান বুধবার বিকেল ৩টায় স্কুলে আসেন। তিনি  অন্য শিক্ষকদের? উপস্থিতিতে  স্কুলের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দকৃত টাকার হিসাব ও খরচের বিল- ভাউচার দেখতে চান। এ সময় প্রধানশিক্ষক তাকে জানান, এ বছর স্লিপে ভ্যাট দেওয়ার পর ২৯ হাজার টাকা হাতে পেয়েছেন। এ টাকা দিয়ে তিনি স্কুলে রং করণসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন। যা স্কুলের সভাপতি জানেন। কিন্তু ওই বিএনপি নেতা কিছু শুনতে নারাজ। তিনি প্রধানশিক্ষককে বলেন, ‘তুই টাকার হিসেব দে এবং বিল- ভাউচার দেখা’। একই সময় তিনি তাকে গালাগাল করেন এবং মারার জন্য তেড়ে আসেন।
ওই বিএনপি নেতা বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক বা কমিটির কোনো সদস্য না। তিনি আমার কাছে কোনো হিসাব চাইতে পারেন না এবং আমার সঙ্গে কোনো খারাপ আচরণও করতে পারেন না।  বিষয়টি আমি তাৎক্ষণিক বিদ্যালয়ের সভাপতি সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান স্যারকে জানিয়েছি।
ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফাতেমা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ম্যাডাম ( প্রধান শিক্ষক) স্লিপের বরাদ্দের টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নের কাজ করেছেন ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বুধবার বিকেলে প্রধানশিক্ষক খাদিজা বেগম কান্নাকাটি করে আমাকে জানিয়েছেন ‘ওই ইউনিয়ন বিএনপির সভাপতি নাকি স্কুলে গিয়ে বিভিন্ন কাজের হিসাব-নিকাশ চেয়েছেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। আমার কাছে ওই প্রধানশিক্ষক তাকে অন্যত্র বদলি করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। আমি বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা কে জানানোর জন্য বলেছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার বর্তমানে ছুটিতে রয়েছেন।
অভিযুক্ত বিএনপি নেতা শহিদ হোসেন খান বলেন, বিদ্যালয়টি আমার বাড়ির দরজায়। আমিতো সেখানে যাই। ওই প্রধানশিক্ষক যা বলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট । তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে আছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT