বরিশালে সরকারিভাবে ওষুধের দাম নির্ধারণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন বরিশালে সরকারিভাবে ওষুধের দাম নির্ধারণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন - ajkerparibartan.com
বরিশালে সরকারিভাবে ওষুধের দাম নির্ধারণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

4:42 pm , May 22, 2025

পরিবর্তন ডেস্ক ॥ ওষুধের দাম সরকারিভাবে নির্ধারণ ও বিক্রির কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন খুচরা ব্যবসায়ীরা।গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, বরিশাল জেলা শাখা।এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং নতুন পণ্য দেওয়া, ওষুধ কোম্পানি থেকে ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে সরবরাহ বন্ধ করার দাবি জানান ব্যবসায়ীরা। এ দাবি আদায়ে তারা সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।মানববন্ধনে ‘বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি’ বরিশাল জেলা শাখার সভাপতি গাজী আকতারুজ্জাম হিরুর সভাপতিত্বে বক্তব্য দেন – সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম ও দেলোয়ার হোসেন, পরিচালক আরঙ্গজেব চান, শামসুল আরেফিন, লিংকন ইসলাম মেহেদী, লিটন চন্দ্র মালি, আবদুল মান্নান চৌধুরী, আবুল কালাম তাজুল প্রমুখ।বক্তারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে – বাধ্য হয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এমনকি প্রয়োজনে সব ধরনের ওষুধ বিক্রি বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই ওষুধ কোম্পানিগুলোর দায়িত্বশীল ভূমিকা ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT