বিসিসির প্রশাসক ও সিইও সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা বিসিসির প্রশাসক ও সিইও সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা - ajkerparibartan.com
বিসিসির প্রশাসক ও সিইও সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

4:40 pm , May 22, 2025

জিয়াউদ্দিন বাবু ॥ নগরীর বিবির পুকুর পাড়ে অবস্থিত পাবলিক স্কয়ার  এর জমি অন্যায়ভাবে জবর দখলের অভিযোগে এনে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার বরিশাল   মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আমলী আদালতে এ মামলা দায়ের করা হয়।
আদালতের বিচারক মো: নুরুল আমিন অভিযোগ আমলে নিয়ে বিএমপির গোয়েন্দা শাখার একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা দ্বারা নালিশী দরখাস্তের প্রাথমিক সত্যতা অনুসন্ধানপূর্বক আগামী২৯ সেপ্টেম্বর  প্রতিবেদন প্রেরণের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী ঝালকাঠি নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমান। দায়েরকৃত মামলার আসামিরা হলেন- বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর প্রশাসক মো. রায়হান কাওছার, প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার সহ ৫ জন। মামলার  উল্লেখ করা হয়েছে-  তফসিলভুক্ত সম্পত্তি গত ১৫ ফেব্রুয়ারী আমমোক্তার নামার মাধ্যমে মালিক দখলকার ও রক্ষণাবেক্ষণ করছিলেন। গণ-অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতা বাদির তফসিলি জমি তাকে দখল বুঝিয়ে দেয়। পরে বাদি তার ভোগ দখলের জমিতে ময়লা আবর্জনা পরিষ্কার করে উন্নয়নমূলক কাজ করতে শুরু করে। এ সময় দায়েরকৃত মামলার আসামীরা সহ বিসিসির অজ্ঞাতনামা ৫০-৬০ কর্মকর্তা-কর্মচারী এসে গত বছরের ১৪ই ডিসেম্বর  রাতে সেখানে টানানো সাইনবোর্ড ভেঙ্গে বিবির পুকুরে ফেলে দেয়। একইসাথে আসামীরা বিভিন্ন স্থানের পাকা পিলার ভেঙ্গে উপড়ে ফেলে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT