4:12 pm , May 21, 2025

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে দুই মাছ ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বেলা ১২টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মনির চৌকিদারের বাড়ির সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় পশ্চিম নাজিরপুর গ্রামের ব্যবসায়ী আরিফ হোসেন পাইক ও মনির সিকদার আহত হয়েছেন। কুতুবপুর গ্রামের আজাহার হাওলাদারের ছেলে লাদেন হাওলাদার, বজলু সিকদারের ছেলে রাব্বী সিকদারসহ ৫-৭জন দুর্বৃত্ত হামলা চালিয়ে টাকা ছিনতাই করে বলে অভিযোগ করেছেন আহত ব্যবসায়ীরা। এ ঘটনায় আরিফ পাইক বাদী হয়ে বুধবার বিকেলে লাদেন ও রাব্বীসহ ৭জনকে আসামি করে মুলাদী থানায় অভিযোগ করেছেন।
আরিফ পাইক জানান, তিনি মনির সিকদারের সঙ্গে মাছের ব্যবসা করেন। বুধবার দুপুরে তারা দুজন মুলাদী পৌরসভার পাইতিখোলা খেয়াঘাট এলাকায় মাছ কিনতে যান। মাছ না পেয়ে বেলা ১২টার দিকে মোটরসাইকেলে খেয়াঘাট থেকে পশ্চিম নাজিরপুর বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি কুতুবপুর মনির চৌকিদার বাড়ির সামনে পৌঁছলে লাদেন হাওলাদার, রাব্বী সিকদারসহ ৫-৭জন দুর্বৃত্ত পথরোধ করে। পরে দুর্বৃত্তরা লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে দুজনকে আহত করে ২২ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহতদের ডাকচিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন তাদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭জনের নামে অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।