4:10 pm , May 21, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং আন্তর্জাতিক সংস্থা ইউএন ওমেন আয়োজিত সময়ের ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান বিষয়ক বিভাগীয় ডায়ালগ গতকাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার।
প্রধান অতিথি বলেন, নারীর কাজের মর্যাদা বৃদ্ধিতে সবার আগে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। বাংলাদেশে নারীর মজুরিবিহীন গৃহস্থালি কাজের মূল্যায়ন ও মর্যাদা এখনো স্বীকৃত নয়। তবে বর্তমানে সারাবিশ্বে এ কাজের মূল্যায়ন শুরু হয়েছে। এসময় তিনি পরিবারের সকল সদস্যকে নারীর প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, একজন নারী সে যদি ডাক্তার হয় তাহলে বাড়িতে বসে ধোয়ামোছা করার চেয়ে হাসপাতালে রোগীদের সেবা প্রদান করলে সমাজে তার গুরুত্ব ও মর্যাদা ?দুটোই বৃদ্ধি পাবে। কারো কাজকে যদি মূল্যায়ন করতে না জানি তাহলে তার কাছ থেকে কিছু আশা করা যাবে না। পরিবারে ?সুখ বজায় রাখতে নারীরা সবোর্চ্চ ত্যাগ স্বীকার করে। স্বামী যদি তার সহযোদ্ধারূপে অবতীর্ণ হয় তাহলে সে নারী উন্নতির শেখরে পৌঁছতে পারবে।
আলোচনায় বক্তারা বলেন, নারী পুরুষের মাঝে যে বৈষম্য সেটা দূর করতে হবে। নারীরা ঘরের কাজ করে কিন্তু তাদের কাজকে সমাজ যথাযথ মূল্যায়ন করে না। একটি পরিবারে নারীরা সবার আগে ঘুম থেকে উঠে আবার সবার শেষে ঘুমাতে যায়। এসব অবৈতনিক কাজের কোন স্বীকৃতি নেই। নারী শুধু ঘরের কাজ করবে এমন মনোভাব বদলে ফেলতে হবে। পরিবারে নারীদের কাজের মূল্যায়নের পাশাপাশি ভালোবাসা দিয়ে তাদের মনের কথা শুনতে হবে। বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন বন্ধ করে তাদের মতামতকে প্রধান্য দিলে তারা সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মইনুল হক আনছারী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম-পরিচালক শহীদুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।