ববির নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহসিন উদ্দীন ববির নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহসিন উদ্দীন - ajkerparibartan.com
ববির নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহসিন উদ্দীন

4:07 pm , May 21, 2025

ববি প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে (অতিরিক্ত) ইংরেজি বিভাগের অধ্যাপক মুহসিন উদ্দীনকে। বুধবার সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. সানজিদা সুলতানা সাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়, ‘তাঁর এ দায়িত্ব যোগদানের তারিখ থেকে ৬ মাস অথবা যথাযথ প্রক্রিয়ায় একজন রেজিস্ট্রার নিয়োগ ও যোগদান সম্পন্ন হওয়ার তারিখ এই দুইয়ের মধ্যে যেটি পূর্বে হবে সেই তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। তিনি পূর্বানুমোদিত হারে মাসিক ৮ হাজার টাকা দায়িত্বভাতা এবং কর্মস্থলের শহরে ব্যবহারের জন্য গাড়ির সুবিধা লাভ করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT