কলাপাড়ায় চাঁদা না পেয়ে হামলা ॥ যুবদল নেতাসহ ৬ জনের নামে মামলা কলাপাড়ায় চাঁদা না পেয়ে হামলা ॥ যুবদল নেতাসহ ৬ জনের নামে মামলা - ajkerparibartan.com
কলাপাড়ায় চাঁদা না পেয়ে হামলা ॥ যুবদল নেতাসহ ৬ জনের নামে মামলা

4:42 pm , May 20, 2025

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবিরুল ইসলাম মৃধা ও তার দুই ভাইসহ ৬ জনের নামে চাঁদাবাজির মামলা হয়েছে। সোমবার কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলায় অজ্ঞাত আরো বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। কলাপাড়ার ধানখালীতে ১৩২০ মেগাওয়াট আরএনপিএল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে কয়লা উত্তোলনের শ্রমিক ও পেডুলার সরবরাহের ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণের বিরোধকে কেন্দ্র করে এ মামলা করা হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা কলাপাড়ার চালিতাবুনিয়া গ্রামের বাসীন্দা আমিনুল ইসলাম মহসিন তালুকদারের ভাই আতিকুর রহমান তালুকদার এ মামলাটি করেন।
মামলায় বলা হয়েছে, বিদুৎকেন্দ্রের জাহাজ থেকে কয়লা উত্তোলনের শ্রমিক সরবরাহসহ পন্টুন ও পেলুডার সরবরাহের ঠিকাদারি কাজ মূল মালিক হাওলাদার এন্টারপ্রাইজের কাছ থেকে গত ৯ জানুয়ারি থেকে ৬ মাসের চুক্তিতে কার্যাদেশ নিয়ে এএমটি এন্টারপ্রাইজের মালিকের ভাই প্রতিনিধি হয়ে ১২ মে সকাল ১১ টায় পেডুলার সংগ্রহ করে প্রস্তুতি নেন। এসময় আসামিরা সশস্ত্র অবস্থায় এসে এককালীন পাঁচ লাখ ও প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাদের উপর মারধর ও হামলা চালানো হয়। এক পর্যায়ে সাথে থাকা টাকা পয়সা ও স্বর্ণালংকার, মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। আদালত কলাপাড়া থানার ওসি কে বিষয়টি এজাহার হিসেবে গণ্য করার আদেশ দিয়েছেন।
মামলার আসামি যুবদল নেতা কবিরুল ইসলাম মৃধা বলেন, আমার ভাই শাহীন মৃধার ঠিকাদারি প্রতিষ্ঠানে বাদী ও তার ভাইয়ের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল যোগে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা, মারধর ও নারকীয় তান্ডব চালায়। অফিসঘরে অগ্নিসংযোগ করে আমার ভাই কে হত্যাচেষ্টা করে। চাঁদাবাজির ঘটনা মিথ্যা ও বানোয়াট। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT