খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদে বিএনপি নেতাকর্মীদের হামলা পালিয়ে আত্মরক্ষা করলেন চেয়ারম্যান ॥ আহত ২ খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদে বিএনপি নেতাকর্মীদের হামলা পালিয়ে আত্মরক্ষা করলেন চেয়ারম্যান ॥ আহত ২ - ajkerparibartan.com
খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদে বিএনপি নেতাকর্মীদের হামলা পালিয়ে আত্মরক্ষা করলেন চেয়ারম্যান ॥ আহত ২

4:41 pm , May 19, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদে সোমবার সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে অফিস তালাবদ্ধ করে দিয়েছে। এ সময় চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত দৌঁড়ে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। এ সময় ইউপি সচিব ও দুই গ্রাম পুলিশ লাঞ্ছিত হন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ১০টার দিকে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুর আলম সেরনিয়াবাত ভিজিএফ বিতরণের তালিকা তৈরী করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন বিএনপির একাংশের দেড় শতাধিক নেতাকর্মী লাঠিসোটা নিয়ে পরিষদে হামলা চালায়। এ সময় সেবা নিতে আসা লোকজন আতংকিত হয়ে ছোটাছুটি শুরু করে। খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত আভিযোগ করে বলেন, আমি ভিজিএফ চাল বিতরণের স্লিপ তৈরীর কাজ করছিলাম। সকাল সাড়ে ১০টার দিকে খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য আক্কেল আলী সরদার দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে পরিষদে হামলা চালিয়ে কাজকর্ম বন্ধ করে সিল-প্যাড, কাগজপত্র নিয়ে যায়। হামলাকারীরা পরিষদের সচিব নাসির উদ্দিনকে টেনেহেচড়ে অফিস থেকে বের করে দিয়ে পরিষদ তালাবদ্ধ করে দেন। এ সময় গ্রাম পুলিশ হুমায়ন সরদার ও রিয়াদ হাওলাদার বাধা দিতে গিয়ে লাঞ্ছিত হন । পরিষদের সচিব নাসির উদ্দিন বলেন, অনেক অনুরোধের পর পরিষদ খুলে দেন হামলাকারীরা। তবে চেয়ারম্যানকে পেলে হাত পা গুড়িয়ে দেয়ার হুমকি দেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আক্কেল আলী সরদার বলেন, হামলার সঙ্গে আমি জড়িত না। সাধারন মানুষের হামলার মুখে চেয়ারম্যান পালিয়ে গেছে। সাধারন মানুষ পরিষদে তালাবদ্ধ করে দিলেও পরবর্তিতে সচিবকে কাজ করতে দেয়া হয়েছে। এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করেছেন। তার সাথে বিস্তারিত আলাপ করে পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ গত মঙ্গলবার গৌরনদী উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা ৬ চেয়ারম্যানকে বরখাস্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেন এবং সকল পরিষদ তালাবদ্ধ করে দেয়। পরের দিন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা তালা খুলে দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT