নেছারাবাদে খালে বিষ দিয়ে মাছ শিকার নেছারাবাদে খালে বিষ দিয়ে মাছ শিকার - ajkerparibartan.com
নেছারাবাদে খালে বিষ দিয়ে মাছ শিকার

4:05 pm , May 19, 2025

গৌতম কুমার, স্বরুপকাঠি প্রতিবেদক ॥  নেছারাবাদে খালে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রাতের আঁধারে উপজেলার বিভিন্ন খালে অবাধে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল নামে এক ব্যক্তি ট্রলার শ্রমিকদের নিয়ে সন্ধ্যা নদীর পশ্চিম পাড় মিয়ারহাট বন্দর সংলগ্ন খালে  বিষ দিয়ে মাছ শিকার করছে। এতে একদিকে যেমন মাছের পোনা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে তেমনি পরিবেশ বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১টার দিকে ট্রলাল শ্রমিক ফয়সাল সহ একটি চক্র খালের বিভিন্ন স্থানে গোপনে বিষ প্রয়োগ করে। কিছুক্ষণের মধ্যেই মাছ পানির ওপর ভেসে ওঠে এবং তা সহজেই সংগ্রহ করে নিয়ে যায় তারা।
মিয়ারহাট এলাকার একজন বাসিন্দা বলেন, আমরা বহুবার এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। ফয়সাল ও তার সহযোগীরা প্রায়ই এই ধরণের কাজ করে।
নেছারাবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে এখনই তদন্ত করে প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT