বানারীপাড়ায় ১৩টি চোরাই ল্যাপটপ সহ গ্রেফতার ৪ বানারীপাড়ায় ১৩টি চোরাই ল্যাপটপ সহ গ্রেফতার ৪ - ajkerparibartan.com
বানারীপাড়ায় ১৩টি চোরাই ল্যাপটপ সহ গ্রেফতার ৪

4:13 pm , May 18, 2025

বানারীপাড়া প্রতিবেদক ॥ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩ টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়। গত শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার সাইন্স ল্যাবরেটরি এলাকা থেকে মাসুদ রানা, হাসান ও রায়হান কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী জেলা ডিবি পুলিশের সহায়তায় বরিশাল নগরীর ফকিরবাড়ি রোড এলাকা থেকে ল্যাপটপ ও কম্পিউটার চোর চক্রের মূলহোতা নুরুজ্জামান মিয়া কে গ্রেফতার করে পুলিশ।

সম্প্রতি বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের খলিসাকোঠা মাধ্যমিক বিদ্যালয় সহ দুটি স্কুলের ২৫ টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে মামলা করে স্কুল কর্তৃপক্ষ। গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT