ঝালকাঠিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার ঝালকাঠিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার - ajkerparibartan.com
ঝালকাঠিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

4:06 pm , May 17, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কবিরাজ বাড়ি রোডস্থ কাজি নাসির উদ্দিনের ছেলে কাজি মেহেদি হাসান নকিব বাদী হয়ে গতকাল দুপুরে ঝালকাঠি সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ঝালকাঠি রোনালস রোডস্থ কাজি কম্পিউটারের প্রোপ্রাইটর কাজি সোলায়মান সুমনের স্ত্রী কাজি সানজিদা আক্তার লিসা কামারপট্টি রোডস্থ বসতঘরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সানজিদা ও তার স্বামী কাজী সুমন ২ কন্যা সন্তানসহ ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন। ঘটনার দিন রাতে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়।  স্বামী সুমন সন্তান নিয়ে পাশের রুমে ঘুমিয়ে পড়েন। স্ত্রী সানজিদা স্বামীর সাথে অভিমান করে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
কাজি সানজিদা আক্তার লিসার ভাই মেহেদি হাসান নকিব বলেন, আমার চাচাতো ভাই কাজি সোলায়মান সুমনের সাথে সম্পর্ক করে ১০ বছর পূর্বে বিবাহ হয়। তাদের বিবাহের পর থেকে আমাদের পরিবারের সাথে তেমন সু-সম্পর্ক ছিল না। ১৬ মে রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। গভীর রাতে খবর পাই লিসা আত্মহত্যা করেছে।
কাজি সোলায়মান সুমন বলেন, আমার স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে মনমালিন্য চলছিলো। সে আমাকে ডিভোর্স দেয়ার জন্য একবার কাজি অফিসেও গিয়েছিল। গত সপ্তাহে কুয়াকাটা পিকনিকে যাওয়াকে কেন্দ্র করে অভিমান করে দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিলো না। গতকাল রাতে রুমের স্ট্যান্ড ফ্যান পড়ে বাচ্চা ব্যাথা পেলে এ নিয়ে তার সাথে সামান্য কথা কাটাকাটি ও ঝগড়া হয়।
ঝালকাঠি সদর থানার ওসি তদন্ত মেহেদী হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT