4:04 pm , May 17, 2025

পরিবর্তন ডেস্ক ॥ কাঠফাটা রোদ উপেক্ষা করে খুলনায় বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’ সমবেত হয়েছেন নেতাকর্মীরা। শনিবার (১৭ মে) সকাল থেকেই খ- খ- মিছিল নিয়ে সমাবেশস্থলে এসেছেন তারা। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে খুলনা ও বরিশাল বিভাগ থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে সমবেত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় দেশের তরুণদের শক্তিকে কাজে লাগাতে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে ‘তারুণ্যের সমাবেশ’ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সমাবেশে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন বলেন, খুলনায় তারুণ্যের সমাবেশে মানুষের ঢল নেমেছে। তারুণ্যের হাত ধরে পতন হয়েছে ফ্যাসিবাদ শাসনামলের। আগামী রাজনীতিতে তারুণ্যের ছোঁয়া নিয়ে দলকে শক্তিশালী করতে মাঠে নেমেছে বিএনপি। আমাদের লক্ষ্য তরুণরা যেন রাজনৈতিক সচেতন হন এবং প্রথম ভোটটা যেন ধানের শীষ প্রতীকে দেন।