৭ দফা দাবী আদায়ে সরকারি কর্মচারীদের ঢাকায় অবস্থান কর্মসূচি ৭ দফা দাবী আদায়ে সরকারি কর্মচারীদের ঢাকায় অবস্থান কর্মসূচি - ajkerparibartan.com
৭ দফা দাবী আদায়ে সরকারি কর্মচারীদের ঢাকায় অবস্থান কর্মসূচি

4:01 pm , May 16, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মচারীদের সকল পেশাজীবি সংগঠনের কর্মচারীদের নিয়ে গঠিত জোট ‘ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ  এর ব্যানরে ঢাকা শাহাবাগে অবস্থান কর্মসূচি ও সমাবেশ মুখ্য সমন্বয়ক  ওয়ারেছ আলীর সভাপত্বিতে  অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য এর সভাপতি মাহমুদুর রহমান মান্না, প্রধান সমন্বয়কারী গণ-সংহতি আন্দোলনের  জোনায়েদ সাকি। তারা বলেন,  আপনাদের ৭দফা দাবি যৌক্তিক যা বাস্তবায়নে সরকারের কোন প্রতিবন্ধকতা থাকা উচিৎ না। বর্তমান সরকারের উচিত আপনাদের যৌক্তিক দাবি মেনে বাংলাদেশের সকল কর্মচারীদের মানবিক অধিকার আদায়ে যে বৈষম্য রয়েছে তা নিরসন করা। দাবীগুলো হলো- বৈষম্য মুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের পক্ষে পে-কমিশন বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য  ৫০% মহার্ঘ্য ভাতা ( ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য)  জানুয়ারি-২০২৫  থেকে কার্যকর করতে হবে। যে সকল কর্মচারীর মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনে জন্য ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে-কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের ন্যায় সকল সরকারি আধা সরকারি দপ্তর,অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের পদবী ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগবিধি প্রনয়ন করে কর্মচারীদের মধ্যে বৈষম্য দূর করতে হবে। ৩/২০১৫  সালে পে-স্কেলের গেজেটে প্রত্যাহারকৃত ৩টি টাইম স্কেল,সিলেকশন গ্রেড পুনর্বহাল ও সকল স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে গ্রাচ্যুইটির পাশাপাশি পেনশন প্রবর্তনসহ বিদ্যমান গ্রাচ্যুইটি/আনুতোষিক হার ৯০% এর স্থলে ১০০% নির্ধারণ  ও পেনশন গ্রাচ্যুইটি ১ টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। বাজার মূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে প্রদেয় সকল ভাতাদি পুন:নির্ধারন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি- ২০১৯ এর ভিওিতে ১০ গ্রেডে উন্নতিকরণ ও আউটসোসিং পদ্ধতি বাতিলপুর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত এবং উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারীদেরসহ  সকল পদে কর্মরতদের পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। সমাবেশে উপস্থিত বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি ও ১১- ২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম জাফর বলেন, আমার মতে ৫ ই আগষ্টের পর  বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সকল স্তরের বৈষম্য নিরসনে যে কাজ করে যাচ্ছেন তারমধ্যে ১৪ লাখ কর্মচারীদের যৌক্তিক অধিকার কে পাশ কাটিয়ে সংস্কার প্রক্রিয়া বাস্তবে রুপদান করতে কতটুকু সফলতা আসবে তা আমার জানা নেই। তাই মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি বিনয়ের সহিত অনুরোধ  আপনি  কর্মচারীদের  যৌক্তিক দাবি সদয় বিবেচনায় এনে বাংলাদেশের সকল কর্মচারীদেরকে  দেশের সকল সংস্কার প্রক্রিয়ায় কাজ করতে নির্দেশনা দিয়ে আমাদের পেশাজীবি হিসাবে কর্মক্ষেত্রে কর্ম দক্ষতা প্রমান করতে উৎসাহিত করুন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT