3:59 pm , May 16, 2025

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে নদী সিকস্তি জমির মালিকানা ও দখল ফিরে পেতে মানববন্ধন করেছেন শতাধিক পরিবার। গতকাল শুক্রবার বেলা ১১টায় জমির মালিক ও তাদের উত্তরসূরীরা উপজেলার বাটামারা ইউনিয়নের চরসাহেবরামপুর লক্ষ্মীরহাটে এই মানববন্ধন করেন। এসময় হতদরিদ্র পরিবারগুলো লক্ষ্মীরহাট বাজারের ৪০শতাংশ জমির মালিকানা পাওয়ার দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, চরসাহেবরামপুর গ্রামের লোকমান সরদার, খলিল সরদার, জলিল সরদার, জয়নাল সরদার, শাহে আলম সরদার, নান্নু সরদার, সিদ্দিক সরদার, সাবেক ইউপি সদস্য মজিবর সরদার, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক সরদার, আব্দুল গণি সরদার প্রমুখ।
ভুক্তভোগী পরিবারের সদস্য খলিল সরদার জানান, ১৯৫০ সালের দিকে চরসাহেবরামপুর মৌজায় ৪০শতাংশ জমির মালিক ছিলেন তাদের পূর্বপুরুষ হাচেন উদ্দিন সরদার। পরে ৫০এর দশকে ওই জমি আড়িয়ালখাঁ নদীগর্ভে বিলীন হলে তা সিকস্তি জমিতে পরিণত হয়। প্রায় ১৫বছর আগে চর জেগে উঠলে ওই এলাকায় বসতি ও হাট-বাজার গড়ে ওঠে। হাচেন উদ্দিন সরদারের জমিতে গড়ে ওঠা লক্ষ্মীরহাট বাজারে তাদের ১২শতাংশ জমি মৃত নশাই সরদারের ছেলে ভূমিদস্যু মোশাররফ সরদার ও তার লোকজন দখল করে নেন বলে অভিযোগ করেন তিনি। পরে কয়েক দফা সালিশ বৈঠকে ওই জমি ফিরে পেতে ব্যর্থ হয়ে তারা ওই এলাকায় মানববন্ধন করেন।
চরসাহেবরামপুর গ্রামের লোকমান সরদার বলেন, মোশাররফ সরদার ও তার লোকজন এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তারা বাজারে আমাদের জমিসহ অন্যদের জমি অবৈধভাবে দখল করে নিয়েছেন। তারা সেলিমপুর মৌজার নাম করে চরসাহেবরামপুর মৌজার জমি অবৈধভাবে দখল নিয়েছে। এবিষয়ে উপজেলা ভূমি অফিসে আবেদন করা হলেও ভূমিদস্যুরা কোনো কথা শুনছেন না। তারা অঅমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।
এব্যাপারে মুলাদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা বলেন, নদী সিকস্তি জমির মালিকের ওয়ারিশরাই ওই জমি ভোগদখল করতে পারেন। সেখানে অন্য কেউ অবৈধভাবে দখল করে নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।