3:58 pm , May 16, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ পাচারকালে অর্ধ কোটি টাকার ৪০ ড্রাম অবৈধ চিংড়ির রেনু পোনাসহ দুটি ট্রাক এবং দুই চালককে আটক করেছে পুলিশ । এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো: জুয়েল বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। পরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরির নির্দেশ আড়িয়াল খাঁর শাখা পালরদী নদীতে অবমুক্ত করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস মিয়া বলেন, উপপরিদর্শক (এসআই) মো: জুয়েল শুক্রবার সকাল ৭টার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাকে থাকা ৪০ ড্রাম অবৈধ চিংড়ির রেনু ও চালক মাসুদ হাসান ও বাবুল হোসেন কে আটক করে। জিজ্ঞাসাবাদে আটক ট্রাক চালক জানান, মেহেন্দীগঞ্জের রেনু ব্যবসায়ী এই অবৈধ চিংড়ি রেনু ভোলা থেকে নিয়ে আসেন। সেখান থেকে বাঘেরহাট নিয়ে যাওয়ার পথে গৌরনদী পুলিশের কাছে ধরা পড়েন। ৪০ ড্রামে প্রায় ৩০ হাজার রেনু ছিল যার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা। গৌরনদী উপজেলা মৎস্য দপ্তরের সহকারী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, অবৈধ রেনু পোনা আটকের বিষয়টি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরিকে অবহিত করার পরে তার নির্দেশে চিংড়ির রেনু পালরদী নদীতে অবমুক্ত করা হয়েছে। রেনু অবমুক্তকালে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস মিয়া, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাজমুল হাসান।