4:02 pm , May 15, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন পালন করছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি। বৃহস্পতিবার দুপুরে নার্সিং কলেজ ও কলেজের সামনের সড়কে দাঁড়িয়ে পৃথকভাবে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় নার্সিং কলেজের শিক্ষার্থীরা বলেন, ৩০ এপ্রিল থেকে সমগ্র বাংলাদেশের নার্সিংয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রিধারী সরকারি ৩২টি নার্সিং কলেজ এবং বেসরকারি ১৫৪টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ চার দাবিতে আন্দোলন করছিলে। ৬ মে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার পাশাপাশি মারধরের শিকার হন। মারধরের ঘটনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। এদিকে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি। দ্রুত তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।