কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - ajkerparibartan.com
কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

3:08 pm , May 15, 2025

কাউখালী  প্রতিবেদক ॥ কাউখালীতে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের মাগুরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক কামরুল ইসলাম, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক মাসুম বিল্লাহ, মহিলা ইউপি সদস্য আকলিমা বেগম, ব্যবসায়ী জিয়াউল হক শাহিন, ইলিয়াস হোসেন তুরান, মোহাম্মদ ইকবাল, অটোচালক সবুজ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান  সঞ্চালনা করেন এসআই মাসুদ। প্রধান অতিথি বলেন, পুলিশ সার্বক্ষণিক জনগণের সেবা করে যাচ্ছে। জনগণের নিরাপত্তার দায়িত্ব পুলিশের উপর। অপরাধীকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। আপনারা পুলিশকে বন্ধু হিসেবে দেখবেন তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি সোলায়মান বলেন, কোন অপরাধী কাউখালীতে থাকতে পারবেনা। সে যেই হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আপনাদের কোন অভিযোগ থাকলে সরাসরি আমার কাছে আসবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT