3:07 pm , May 15, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা দাখিল মাদ্রাসার সামনে বৃহস্পতিবার বেলা ১১টায় মাহিন্দ্রা-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রাযাত্রী মর্জিনা বেগম (৩৫) ঘটনাস্থলেই নিহত এবং ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, কালকিনি থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেটকার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাযাত্রী উপজেলার ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন এবং উভয় যানবাহনের যাত্রী মুরাদ কাজী, মোতালেব বেপারী, মকবুল বেপারী, চন্দন পাল, পলাশ বিশ্বাসকে আহত হয়। গৌরনদী ফায়ার সার্ভিস কর্মি ও পুলিশ আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।