আনন্দঘন পরিবেশে এক্সপার্ট এডুকেশন এক্সপো অনুষ্ঠিত আনন্দঘন পরিবেশে এক্সপার্ট এডুকেশন এক্সপো অনুষ্ঠিত - ajkerparibartan.com
আনন্দঘন পরিবেশে এক্সপার্ট এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

3:06 pm , May 15, 2025

১২ শতাধিক ছাত্র-ছাত্রীর অংশ গ্রহণের মধ্য দিয়ে

নিজস্ব প্রতিবেদক ॥ ১২ শতাধিক ছাত্র-ছাত্রীর অংশ গ্রহণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নগরীতে অনুষ্ঠিত হয়েছে এক্সপো বরিশাল-২০২৫। এক্সপার্ট এডুকেশন এর আয়োজনে বৃহস্পতিবার দিনভর জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠান হয়। অনলাইন রেজিস্ট্রেশন এর মাধ্যমে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয় এই আয়োজনে।
এক্সপোতে বিদেশি স্বনামধন্য ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভরা ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সাথে অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউকে, কানাডা, নিউজিল্যান্ড এবং ইউরোপের উচ্চশিক্ষা আবেদন প্রক্রিয়া, খরচ, স্কলারশিপ, স্পাউসসহ সুযোগ এবং আরও অনেক কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে প্রত্যেক রিপ্রেজেন্টেটিভরা ছাত্র-ছাত্রীদেরকে তাদের ইউনিভার্সিটি সম্পর্কে বিশদ ব্রিফিং করেন। এক্সপোতে এক্সপার্ট এডুকেশন এন্ড ভিসা সার্ভিস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এক্সপার্ট এডুকেশন বাংলাদেশ অপারেশনের ডিরেক্টর দেওয়ান জামিউল হাবিব, অপারেশন্স ম্যানেজার শেখ ফখরুল ইসলাম, বরিশাল শাখার কনসালটেন্ট মোহাম্মদ অনিক ইসলাম, বরিশাল শাখার এডমিনিস্ট্রেটিভ ম্যানেজার কাজী শান্তা আলম, এক্সপার্ট এডুকেশন এন্ড ভিসা সার্ভিসেস এর কাউন্সিলর, কর্মকর্তারা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT