বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ - ajkerparibartan.com
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

2:55 pm , May 15, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান শাওনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারিকাঠী গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কামাল চৌধুরী নামে এক ব্যক্তি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারিকাঠী গ্রামে ২০২২ সালে আমি ১৪ শতাংশ জমি ক্রয় করি। ক্রয়কৃত জমিতে গাছপালা রোপন করে ভোগদখল করছি।  জমি নিচু থাকায় সম্প্রতি আমি ওই জমিতে ড্রেজার লাগিয়ে বালু ভরাটের কাজ শুরু করি।
সম্প্রতি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বালু ভরাটের কাজ বন্ধ করে দেয়। এমনকি দাবিকৃত চাঁদার টাকা না পেলে ওই জমি বেদখল করবে বলেও হুমকি দেয় শাওন। চাঁদার টাকা না দেওয়ায় বর্তমানে জমিতে বালু ভরাটের কাজ বন্ধ রয়েছে।
ছাত্রদল নেতা মুশফিকুর রহমান শাওন বলেন, চাঁদা দাবির অভিযোগ সত্য নয়। জমি নিয়ে ঝামেলা থাকায় বালু ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT