অব্যাহত তাপ প্রবাহে বরিশালে বোরো ধান কাটতে পারছেন না কৃষকরা অব্যাহত তাপ প্রবাহে বরিশালে বোরো ধান কাটতে পারছেন না কৃষকরা - ajkerparibartan.com
অব্যাহত তাপ প্রবাহে বরিশালে বোরো ধান কাটতে পারছেন না কৃষকরা

4:31 pm , May 14, 2025

 

 

লক্ষ্য অর্জন হলেও উৎপাদিত ধানের গুনগত মান নিয়ে শংকিত

 

বিশেষ প্রতিবেদক ॥ নজিরবিহীন তাপপ্রবাহে বরিশালের কৃষকরা বোরো ধান কাটতে জমিতেই নামতে পারছেন না। ফলে বৈশাখ শেষ হয়ে জৈষ্ঠ্য শুরু হলেও এখনো অনেক এলাকায় বোরো ধান কর্তন শুরু হয়নি। বৃষ্টিবিহীন বরিশালে এবার তাপমাত্রার পারদ স্বাভাবিকের সাড়ে ৫ ডিগ্রী ওপরে উঠে গেছে। বৃষ্টির অভাবে অতিমাত্রায় সেচের প্রয়োজন হওয়ায় বোরো ধানের উৎপাদন ব্যায়ও প্রতিমনে অন্তত ১শ টাকা বেড়ে ১২শ টাকার ওপরে উঠেছে বলে কৃষকদের দাবী। কিন্তু ধানের দাম ১২শ টাকার বেশী নয়।

সদ্য সমাপ্ত রবি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে ১৮ লাখ টন চাল ঘরে তোলার লক্ষ্য নিয়ে ৪ লাখ হেক্টরে আবাদ লক্ষ্য অর্জন করেন কৃষিযোদ্ধাাভ। এমনকি বিদায়ী রবি মৌসুমে হাইব্রিড ও উচ্চফলনশীল-উফশী জাতের ধানের আবাদও আগের বছরের চেয়ে বেড়েছে। ফলে এ পর্যন্ত যেসব জমির বোরো ধান কর্তন হয়েছে সেখানে গড় ফলন চালে ৪.৫০ টন থেকে ৪.৭০ টন পর্যন্ত পাওয়া গেছে।

কিন্তু উচ্চতাপ প্রবাহ কৃষক ও কৃষির জন্য ক্রমশ বিরূপ পরিস্থিতি তৈরী করে চলছে। গত নভেম্বরে ঘূর্ণিঝড় ‘দানা’ আঘাত করার পর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত বরিশালে কোন বৃষ্টি ছিলনা। এপ্রিল মাসেও মোট ৫দিনে বৃষ্টিপাতের পরিমান ছিল স্বাভাবিকের ৪০ভাগ কম। আবহাওয়া অধিদপ্তর থেকে চলতি মে মাসে বরিশালে ২১০ মিলি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্ভাবাস দেয়া হলেও মাসের প্রথম ১৪ দিনে ৫০ মিলি বৃষ্টিও হয়নি।

বৃষ্টিপাতের অভাবে এবার বরিশাল কৃষি অঞ্চলের বোরোর আবাদ অন্তত ১৫ দিন বিলম্বিত হয়েছে। অনুরূপভাবে বোরো কর্তনও পিছিয়ে পড়ছে। আর বৃষ্টির ঘাটতিতে জমিতে বাড়তি সেচ দিতে গিয়ে ধানের উৎপাদন ব্যায় সহ কৃষকের ঋনের বোঝাও বেড়েছে।

সাথে নজিরবিহীন তাপপ্রবাহ কৃষক ও কৃষি শ্রমিকদের জীবন ওষ্ঠাগত করে তুলছে। নজিরবিহীন তাপপ্রবাহে কৃষক ও কৃষি শ্রমিকরা মাঠে নামতেই পারছেন না। অনেক এলাকার কৃষকরা গরমে অসুস্থ হয়ে পড়ছেন। কিছু এলাকায় বোরো ধান কাটার সময় শেষ হয়ে আসলেও কৃষি শ্রমিকের অভাবে জমির ধান জমিতেই রয়ে গেছে। ফলে ধানের গুনগত মান বিনষ্টের আশংকায় এক অনিশ্চিত পরিস্থিতি নিয়ে ঘুম হারাম কৃষকদের।

চলতি মে মাসে বরিশালে সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রা ৩৩ ডিগ্রীর স্থলে ইতোমধ্যে ৩৮.৩ ডিগ্রীতে উঠে গেছে। গত রোববার বরিশালে তাপমাত্রার পারদ সাম্প্রতিককালের সর্বোচ্চ ৩৮.৩ ডিগ্রিতে উঠে যায়। যা ছিল স্বাভাবিকের ৫.৩ ডিগ্রী বেশী। বুধবারও বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রী সেলসিয়াস।

তাপমাত্রার বাড়াবাড়িতে এবার বরিশাল অঞ্চলে গমের উৎপাদনও ব্যাহত হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জন করে বরিশালে প্রায় ৬০ হেক্টরে গমের আবাদ হলেও ২ লাখ টন উৎপাদনের কাঙ্খিত লক্ষ্য অর্জিত হয়নি।

অস্বাভাবিক এ তাপপ্রবাহ জনস্বাস্থ্যের জন্যও ইতোমধ্যে মারাত্মক বিরূপ পরিস্থিতি তৈরী করেছে। বছরের প্রথম ৪ মাসেই বরিশালের সরকারি হাসপাতালগুলোতে ৩৫ হাজারেরও বেশী ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT