চরফ্যাশনে কৃষক পরিবারের উপর হামলা ॥ ৩ নারী আহত চরফ্যাশনে কৃষক পরিবারের উপর হামলা ॥ ৩ নারী আহত - ajkerparibartan.com
চরফ্যাশনে কৃষক পরিবারের উপর হামলা ॥ ৩ নারী আহত

3:45 pm , May 14, 2025

চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসনে কৃষক পরিবারের ৩ নারীকে মারধর করে  লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কৃষক আব্দুর রব এর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহতরা হলেন : আবদুর রবের স্ত্রী সাহিদা বেগম, মেয়ে সাদিয়া ও সামিয়া ।
বুধবার হাসপাতালে চিকিৎসাধীন আহত সাহিদা বেগম জানান, মঙ্গলবার মাগরিবের নামাজের পর আমার মেয়েরা পড়ার টেবিলে পড়তে বসে। এমন সময় দরজা ধাক্কা দিয়ে খোলার জন্য ডাক চিৎকার দিচ্ছিল কয়েকজন যুবক। আমার ছোট মেয়ে সামিয়া দরজা খুলে দেওয়ার পর তাকে লাথি মারলে সে অজ্ঞান হয়ে যায়। সামিয়াকে ধরতে এগিয়ে এলে জিন্নাগড় ৫ নং ওয়ার্ডের শফিজলের ছেলে হাসান, ৬ নং ওয়ার্ডের নুরুন্নবী বকশির ছেলে আওলাদ ও শাকিলের হাতে থাকা লাঠি দিয়ে আমাকে ও আমার মেয়ে সাদিয়াকে বেধরক মারধর করে। আমার ঘরে থাকা নগদ ১ লাখ টাকা নিয়ে যায়।
কৃষক আব্দুর রব বলেন, ঘটনার সময় আমি ও আমার ছেলে বাড়ীতে না থাকায় এক লাখ টাকা লুটে নেয় এবং আমার স্ত্রী ও কন্যা সন্তানদের মারধর করে।
আহত কলেজ পড়ুয়া মেয়ে সাদিয়া বলেন, আমাদের বাড়ীতে একটিমাত্র ঘর। আমার বাবা ও ভাই বাজারে থাকায় স্থানীয় আওলাদ, হাসান ও শাকিল এসে মারধর করে টাকা নিয়ে যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT