যৌক্তিক সংস্কার দ্রুত শেষ করে সংসদ নির্বাচন দিন -এ্যাড. সরোয়ার যৌক্তিক সংস্কার দ্রুত শেষ করে সংসদ নির্বাচন দিন -এ্যাড. সরোয়ার - ajkerparibartan.com
যৌক্তিক সংস্কার দ্রুত শেষ করে সংসদ নির্বাচন দিন -এ্যাড. সরোয়ার

3:39 pm , May 14, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, যৌক্তিক সংস্কার দ্রুত শেষ করে সংসদ নির্বাচনের আয়োজন করেন। ভোটাধিকার বঞ্চিত দেশবাসী ভোট প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনে মুখিয়ে রয়েছে। দেশের জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই দেশ পরিচালনাসহ সংস্কার করবে। গতকাল বুধবার বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউনহলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা শেষে দেশে ফেরা ও সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাবেক সংসদ সদস্য সরোয়ার বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল না থাকার কারণে জনসাধারণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। যার প্রমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাগর হত্যাকা-। তাই জনসাধারণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচন জরুরী হয়ে দাঁড়িয়েছে। সরোয়ার আরও বলেন, আওয়ামী আমলে খালেদা জিয়াকে বিনাচিকিৎসায় হত্যা করতে চেয়েছিল শেখ হাসিনা। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেয়া হয়েছে। এখন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে বিদেশে রয়েছে। অন্যদিকে খালেদা জিয়া এখন দেশে। বর্তমানে দেশে থাকা আওয়ামী লীগের যেসকল নেতাকর্মী বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করছে তাদের ছাড় দেয়া হবে না। বিএনপির মধ্যে যেসকল নেতাকর্মী অরাজকতা করছে তাদের সচেতন হতে হবে। নিজের ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না। বরিশালে কোন অরাজকতা-চাঁদাবাজী চলবে না। বরিশালে যারা বিএনপির ক্ষতি করছে তাদের হুশিয়ারী করছি। এ পথে হাঁটলে কেন্দ্র অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবে। শীঘ্রই তারেক রহমান দেশে এসে দলের হাল ধরবেন। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, বরিশাল জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী বাবুল, বিএনপির জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট মহসিন মন্টু, সৈয়দ আকবর, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT