গৌরনদীতে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন গৌরনদীতে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন - ajkerparibartan.com
গৌরনদীতে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

5:12 pm , May 13, 2025

গৌরনদী প্রতিবেদক ॥  গৌরনদীতে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী। এর আগে উপজেলা চত্বর থেকে র?্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা কৃষি কর্মকতা সেকান্দার শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ জাহানারা পারভীন সহ অন্যান্যরা। মেলায় ৮টি ষ্টল রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT