4:14 pm , May 12, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বানারীপাড়া উপজেলার চাখার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ফরহাদ ফকির কে অপহরণ করার অভিযোগে ইসরাত জাহান সাইলা সহ ৫ নামধারী এবং ১০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে দ্রুত ভিকটিমকে উদ্ধারের নির্দেশ দিয়েছেন। সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওই নির্দেশ দেন। বরিশাল জেলার উজিরপুর উপজেলার চৌধুরীহাট গ্রামের ফাতেমা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন Ñ ইসরাত জাহান সাইলা, তার বাবা শিপন মুন্সী, রিপন হাওলাদার, মোহাম্মদ জাহিদ কবির, সাইফুল ইসলাম।
বাদি ফাতেমা বেগম মামলায় উল্লেখ করেন, তার ছেলেকে ইসরাত জাহান বিয়ের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে ২০২৫ সালের ৩০ জানুয়ারি বানরীপাড়া চাখার ফজলুল হক কলেজের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় উজিরপুর থানায় মামলা করা হলে পুলিশ পটুয়াখালী থেকে ১০দিন পর বাদির ছেলেকে উদ্ধার করে। ২০২৫ সালের ২৯ এপ্রিল বাদির ছেলেকে পুনরায় অপহরণ করে নিয়ে যায়। এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী অজিবর রহমান।