4:13 pm , May 12, 2025

উজিরপুর প্রতিবেদক ॥ জাতীয় দৈনিক দেশ রুপান্তর ও আজকের পরিবর্তন পত্রিকার উজিরপুর উপজেলা পতিনিধি শাকিল মাহমুদ বাচ্চুর পিতা মো: বাবুল বেপারীর আজ ১২তম মৃত্যুবর্ষিকী। ২০১৩ সালের ১৩ মে কান্সারে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। প্রয়াত বাবুল বেপারী উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের একজন সাধারন ব্যবসায়ী ছিলেন । তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার পারিবারিকভাবে দেয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।