বাবুগঞ্জে কার্যালয়ের নামে স্টল ভাড়া নিয়ে দখলের অভিযোগ বাবুগঞ্জে কার্যালয়ের নামে স্টল ভাড়া নিয়ে দখলের অভিযোগ - ajkerparibartan.com
বাবুগঞ্জে কার্যালয়ের নামে স্টল ভাড়া নিয়ে দখলের অভিযোগ

4:12 pm , May 12, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে বিএনপির কার্যালয়ের নামে স্টল ভাড়া নিয়ে দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মাধবপাশা ইউনিয়ন যুবদল নেতা রিপন তালুকদার।
সংবাদ সম্মেলনে রিপন তালুকদার বলেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান এর অনুরোধে মাধবপাশা ইউনিয়নের তিনমঠ নামক এলাকায় আমার শ্বশুর মোহাম্মদ ফরিদ খান এর নিজস্ব মালিকানাধীন দোকানঘর ইউনিয়ন বিএনপির অফিস হিসাবে অস্থায়ীভাবে ভাড়া দেই। স্থায়ীভাবে ভাড়া নেওয়ার সময় প্রতিমাসে ২ হাজার টাকা করে ভাড়া প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু বিগত ৮ মাস অতিবাহিত হলেও কোন ভাড়া পরিশোধ করা হয়নি।
এ নিয়ে গত  ১১মে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খানের নির্দেশে মাধবপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আয়নাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT