ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম - ajkerparibartan.com
ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

4:11 pm , May 12, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ চাঁদার দাবিতে বরিশাল নগরীতে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত গভীর রাতে নগরীর ক্লাব রোডে এ ঘটনা ঘটেছে। আহত মো. মোবারক হোসেন জিদনী শেখ (২৮) নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ভাটার খাল এলাকার বাসিন্দা ফরিদ শেখের ছেলে। সে একই ওয়ার্ডের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আহত ছাত্রলীগ নেতার স্ত্রী রশ্মি বেগম বলেন, আমাদের সন্তান অসুস্থ। তাকে চিকিৎসকের কাছে নেয়ার জন্য স্বামী জিদনী বাসায় যায়। ওই সময় মাসুম, আলমাস, সোহেলসহ বেশ কয়েকজন এসে স্বামীর উপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে।
আহত মো. মোবারক হোসেন জিদনী শেখ বলেন, গত ৭ মাস ধরে তার দোকানসহ স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে হামলাকারীরা। তারা এখন আমার কাছে চাঁদা চায়। কিন্তু আমি কোথায় থেকে দেব। চাঁদা না দেয়ায় তাকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT