4:11 pm , May 12, 2025

মো: জিয়াউদ্দিন বাবু ॥ বরিশালে হঠাৎ করেই ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। গেলো মার্চে মহানগরীতে ধর্ষণের ঘটনা ছিলো ৭টি। এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ১১টিতে। গতকাল সোমবাল অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক কার্যালয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় এপ্রিল মাসে ৩৬৯টি অপরাধ সংগঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মাদকের অভিযান জোরদার করতে হবে। নগরের কেডিসি, বেলস পার্ক সহ বিভিন্ন স্থানে মাদকের অভিযান জোরদার করা দরকার। সভায় জানানো হয়-এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৩৯টি অপরাধ সংগঠিত হয়েছে। এরমধ্যে দস্যুতা ১টি,খুন ৩টি,সিঁধেল চুরি ২টি,চুরি ৪টি,নারী নির্যাতন ৫টি, অস্ত্র আইন একটি, মাদকদ্রব্য ৩৭টি, পুলিশ আক্রান্ত একটি, দ্রুত বিচার একটি, শিশু নির্যাতন ১১টি, ধর্ষণ ১১টি, অন্যান্য অপরাধ ৬২। মার্চ মাসে মেট্রোপলিটন এলাকায় ৭ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। অপরদিকে এপ্রিলে জেলায় ২৩০টি অপরাধ সংগঠিত হয়েছে। এরমধ্যে ডাকাতি একটি, দস্যুতা একটি , খুন ৬টি, সিঁধেল চুরি ৪টি, চুরি ৫টি,নারী নির্যাতন ৩৫টি,মাদকদ্রব্য ২৫টি, দ্রুত বিচার ২টি, ধর্ষণ ১৭টি, অন্যান্য অপরাধ ১৩৪ টি। জেলায়ও ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসে ৬টি ধর্ষণের ঘটনা ঘটলেও এপ্রিল মাসে ১৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। জেলা প্রশাসক বলেন, জেলা ও মহানগরে নারী নির্যাতন প্রতিরোধে সেনাবাহিনী, র্যাব ও পুলিশী টহল এর ব্যবস্থা করতে হবে। এছাড়া ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তরুণদের মধ্যে সচেতনা কার্যক্রম পরিচালনা করতে হবে। সভায় জানানো হয় ফেব্রুয়ারিতে ১০ উপজেলার ৮৮টি গ্রাম আদালতে মোট ৩৪৮টি মামলার মধ্যে ২৫৩টি নিষ্পত্তি এবং ৬৯ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা ক্ষতিপূরণ আদা করা হয়েছে। অবশিষ্ট ৯৫টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।